শ্রমিক ছাঁটাই ঘোষণার প্রতিবাদ জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)

করোনা দুর্যোগে সরকার ঘোষিত সকল প্রণোদনা ও অন্যান্য সহযোগিতা নেয়ার পরও শ্রমিক ছাঁটাই এর ঘোষণার তীব্র নিন্দা করেছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এর যুগ্ম সমন্বয়কারী শ্রমিক নেতা ফজলুল হক মন্টু এবং নইমুল আহসান জুয়েলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ যথাক্রমে শাহ মোহাম্মদ আবু জাফর, আনোয়ার হোসেন, ডা. ওয়াজেদুল ইসলাম খান, মেসবাহ উদ্দিন আহমেদ, সাইফুজ্জামান বাদশা, চৌধুরী আশিকুল আলম, রাজেকুজ্জামান রতন, কামরুল আহসান, শামিম আরা ও পুলক রঞ্জন ধর এক বিবৃতিতে বলেন গত ৪ জুন পিসিআর ল্যাব উদ্বোধনের সময় বিজি এম ই এ সভাপতি রুবানা হক ঘোষণা দেন জুন মাস থেকে শ্রমিক ছাঁটাই করা হবে। এই ঘোষণা ত্রিপক্ষীয় বৈঠক ও সরকারের কাছে প্রদত্ত অঙ্গীকারের লঙ্ঘন। এর ফলে শ্রমিক অঙ্গনে যে অসন্তোষ সৃষ্টি হবে তার দায় মালিক পক্ষকেই নিতে হবে।
নেতৃবৃন্দ বলেন, করোনা পরিস্থিতিতে রপ্তানিমুখি শিল্পের জন্য মাত্র ২ শতাংশ সার্ভিস চার্জে ৫ হাজার কোটি টাকা প্রণোদনা দেয়ার পর তারা ২৪ ও ২৮ মার্চ বৈঠকে ঘোষণা দেন যে কোন শ্রমিক ছাঁটাই করা হবে না এবং কোন কারখানা লে অফ করা হবে না। কিন্তু ইতিমধ্যে এপ্রিল মাসের বেতন ও ঈদের বোনাস নিয়ে নানা জটিলতা সৃষ্টি করে মালিকপক্ষ তাদের প্রতিশ্রু ভঙ্গ এবং শ্রমিকদের হয়রানি করেছে এমনকি কেউ কেউ কারখানা বন্ধ ঘোষণা করেছে। সর্বশেষে শ্রমিক ছাঁটাই এর যে ঘোষণা তাঁরা দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ কোন অবস্থাতেই তা মেনে নেবে না। এই ঘোষণার ফলে শ্রমিক অঙ্গনে যে অসন্তোষ সৃষ্টি হয়েছে তার জন্য মালিকপক্ষই দায়ী।
নেতৃবৃন্দ বলেন, গার্মেন্টস মালিকপক্ষ নিজেদেরকে এতটাই শক্তিশালী মনে করে যে কোন আইন, নীতি, সামাজিক দায় কিংবা প্রতিশ্রুতির তোয়াক্কা করছে না। এবং শ্রমিকদেরকে সংঘাতের পথে ঠেলে দিয়ে তাঁরা রাষ্ট্রের কাছে সুবিধা নেয়ার পাঁয়তারা করছে। এই দুরভিসন্ধিমূলক পদক্ষেপ পরিহার করে করোনা দুর্যোগের সময় দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য স্কপ নেতৃবৃন্দ গার্মেন্টস মালিকদের প্রতি আহবান জানান।
অবিলম্বে সকল শ্রমিকের বকেয়া পাওনা পরিশোধ এবং শ্রমিকদের চাকরি অব্যাহত রাখার পদক্ষেপ গ্রহণের জন্য স্কপ নেতৃবৃন্দ সকল মহলের প্রতি আহবান জানান।