৫২টি ভেজাল পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট

এসিআই, ডেনিশ, ফ্রেশসহ বিএসটিআই’র নির্ধারিত ৫২টি ভেজাল পণ্য অবিলস্বে বাজার থেকে প্রত্যাহারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
রবিবার দুপুরে, বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সাথে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেয় আদালত। এছাড়া এসব পন্যের উৎপাদন বন্ধ রাখাও নির্দেশ দেয়া হয়েছে।
আদালত তার পর্যবেক্ষণে বলেন, খাদ্যে ভেজাল দেয়ায় যেভাবে মানুষের স্বাস্থ্যহানি হচ্ছে তাতে দেশে থাকাটাই অনিরাপদ হয়ে পড়েছে। বিদ্যমান যে আইন আছে তা দিয়েই খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এছাড়া, ওয়াসার পানি নিরাপদ করতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয় আদালত।
এর আগে সংবাদ সম্মেলন করে এই ৫২টি পণ্যকে মানসম্মত নয় বলে দাবি করে বিএসটিআই। এরই পরিপ্রক্ষিতে গত সপ্তাহে হাইকোর্টে কনসার্ন কনজ্যুমার সোসাইটি নামে একটি সংগঠনের দায়ের করা রিটের ওপর এই শুনানি হয়।