অন্যান্য

৩ মে ঢাবিতে মায়ের জন্য কনসার্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পাইমং মার্মার মা ওরাল ক্যান্সারে আক্রান্ত। তার মায়ের চিকিৎসার জন্য এগিয়ে এসেছে সহপাঠীরা। পাইমং মার্মার মায়ের চিকিৎসা সহায়তার জন্য আগামী ৩মে “মায়ের জন্য কনসার্ট” শিরোনামে স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে বিকাল ৫:৩০ থেকে রাত ৯:৩০ পর্যন্ত কনসার্ট আয়োজিত হবে।
উক্ত কনসার্টে গান গাইতে আসবে মাংমাংসিং মারমা, আদিবাসী নারী ব্যান্ড দল এফ মাইনর ও গানের দল মাদল। কনসার্টের সবচেয়ে বড় আকর্ষন হিসেবে থাকবে ফোক ফিউশন ধারায় ব্যান্ড দল জলের গান।

স্থানঃ স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়।
সময়ঃ ৩ই মে, শুক্রবার, ৫ঃ৩০-৯ঃ৩০ টা ।

যারা পাশে থাকতে চানঃ
#বিকাশ নাম্বার:
১. পাইমং- 01846536371 (পারসোনাল)

#রকেট নাম্বার:
সবুজ কুমার বিশ্বাস- 016829500523

#ব্যাংক একাউন্ট নাম্বার:
A/C name: Babu Marma,
A/C no. 4405701024123, Sonali Bank ltd, Dhaka University Campus Corporate, Dhaka.

Back to top button