হাম আক্রান্ত এলাকায় সহায়তা চেয়ে পার্বত্য চট্টগ্রাম কমিশনের চিঠি

গত ১২ এপ্রিল ২০২০ পার্বত্য চট্টগ্রাম কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর ্একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামে হামে আক্রান্ত শিশু ও তাদের পরিবারের জরুরী স্বাস্থ্যসেবা প্রদান ও আর্থিক সহায়তার জন্য ্আহ্বান জানানো হয়।
মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে উক্ত চিঠিতে কোভিড ১৯ এর বৈশ্বিক মহামারির বাংলাদেশ প্রেক্ষিতসহ সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় হামের প্রাদুর্ভাব সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হয়।
চিঠিতে আরো বলা হয়, গত মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে ৩০০ জনের অধিক পাহাড়ি শিশু আক্রান্ত এবং তাদের মধ্য থেকে ১০ জন মারা যায়। হাম নিবারণযোগ্য একটি রোগ যার জন্য সারা বাংলাদেশে বিনা পয়সায় সার্বজনীনভাবে টিকা দেওয়া হয়। তিনশ জনের অধিক শিশুর টিকা না পাওয়া মানে দুঃখজনকভাবে এটি প্রতিফলিত করে যে পাহাড়ে এরকম প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরকারি স্বাস্থ্যসেবা ও টিকাদান কর্মসূচী পৌঁছাইনি। এই প্রাদুর্ভাব হয়ত রোধ করা যেত যদি যথাযথ কর্তৃপক্ষ সরকারি টিকাদান কর্মসূচী ও স্বাস্থসেবাসমূহ যথাযথভাবে পর্যবেক্ষণ করত।
চিঠিতে হাম প্রাদুর্ভাব বিষয়ে খাগড়াছড়ির ডেপুটি কমিশনার প্রতাপ চন্দ্র বিশ্বাস ও সিভিল সার্জন ড. নূপুর কান্তি দাসের বিতর্কিত মন্তব্যের জন্য নিন্দা জানানো হয়।
চিঠিতে দুটি সুপারিশ করা হয়। এক, হামে আক্রান্ত সকল শিশুদের জরুরী ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও আক্রান্ত পরিবারদের জন্য জরুরী মানবিক সহায়তাসহ মারা যাওয়া শিশুদের পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করা। দুই, দুর্গত এলাকায় চলমান এ সংকট মোকাবেলায় লাগাতার, নিরবিচ্ছিন্ন ও পর্যাপ্ত চিকিৎসা সেবা নিশ্চিত করতে একটা কার্যকর উপায় গ্রহণ করা এবং পার্বত্য চট্টগ্রামের সকল শিশুদের টিকাদান কর্মসূচী নিয়মিত ও যথাযথ পর্যবেক্ষণ সুনিশ্চিত করা।