আঞ্চলিক সংবাদ

সাঁওতালদের গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আজ ৩০ জুলাই গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদাফার্ম এলাকায় নিহত তিন সাঁওতাল- শ্যামল, মঙ্গল ও রমেশ হত্যা মামলার চূড়ান্ত অভিযোগপত্রে এজাহারভুক্ত আসামি সাবেক সাংসদ আবুল কালাম আজাদ ও সাঁওতালদের বাড়ি-ঘরে আগুন ধরানো পুলিশকে তালিকা থেকে বাদ দেয়ার প্রতিবাদে আদিবাসী সাঁওতাল ও বাঙালিরা গাইবান্ধা জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

মঙ্গলবার সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান করেন।

গোবিন্দগঞ্জ সাঁওতাল পল্লি থেকে বিক্ষুদ্ধ সাঁওতাল নেতাকর্মীরা গাইবান্ধা শহরে এসে বিভিন্ন ফেস্টুন, পতাকা নিয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে গাইবান্ধার শহরের ডিবি রোডের ১নং ট্রাফিক মোড়ে এক প্রতিবাদ সমাবেশ করেন।

Back to top button