লামায় আদিবাসীদের জুমের বাগান পুড়িয়ে দেয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন
বান্দরবানের লামা উপজেলার লাংকম ম্রো পাড়ায় আদিবাসীদের জুমের বাগান পুড়িয়ে দেয়ার ঘটনায় নিন্দা ও তদন্তের দাবী জনিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন। আজ এক বিবৃতির মাধ্যমে সংগঠনটি এই দাবী জানান।
সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ বিবৃতিতে বান্দরবানের লামা উপজেলার লাংকম ম্রো পাড়ায় আদিবাসীদের জুমের বাগান পুড়িয়ে দেয়ার ঘটনায় নিন্দা ও তদন্তের দাবী জানান।
সংগঠনটির দপ্তর সম্পাদক বিপ্লব চাকমা স্বাক্ষরিত উক্ত বিবৃতিতে তিনি আরো বলেন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায় যে, বান্দরবানের লামা উপজেলার লাংকম ম্রো পাড়ায় একটি রাবার কোম্পানী গত ২৭ এপ্রিল ২০২২ মঙ্গলবার আদিবাসীদের প্রায় একশ একর জুমের বাগান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। যার ফলে ধান, আম, কলা, আনারস সহ পুরো বাগান পুড়ে গেছে।
তিনি আদিবাসী ম্রো সম্প্রদায়ের জুমের বাগানে পরিকল্পিত আগুন লাগানোর ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের অবিলম্বে গ্রেফতার, ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান।