খেলাধুলা

রিজেন্ট গ্রুপে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

রিজেন্ট গ্রুপে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সৌহাদ্য বাড়াতে প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হলো দিনব্যাপি প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট।

শনিবার (২ ডিসেম্বর) সকালে রাজধানীর উত্তরার কল্যাণ সমিতির পাঠে টুর্নামেন্ট অানুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি আবদুর রফিক। আরো ছিলেন রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী কাজী রবিউল ইসলাম।

টুর্নামেন্টে রিজেন্ট ব্লু স্টার, রিজেন্ট রাইজিং স্টার, রিজেন্ট নাইট রাইডার ও রিজেন্ট কিংস চারটি দলের ব্যানারে মাঠে নামে। ফাইনাল ম্যাচে রিজেন্ট রাইজিং স্টারকে ১৫ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় রিজেন্ট কিংস।

এর আগে দিনের প্রথম দুটি ম্যাচে রিজেন্ট নাইট রাইডারকে হারিয়ে রিজেন্ট রাইজিং স্টার এবং রিজেন্ট ব্লু স্টারকে হারিয়ে ফাইনালে ওঠে রিজেন্ট কিংস।

ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রিজেন্ট কিংসের হাসিব এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন রাইজিং স্টারের নাহিদ।

টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ।

Back to top button