আন্তর্জাতিক

রাশিয়া থেকে দুই-তৃতীয়াংশ তেল আমদানিতে নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ

রাশিয়া থেকে তেল আমদানিতে নিষেধাজ্ঞা আরোপে একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। এ নিষেধাজ্ঞার ফলে রাশিয়া থেকে প্রায় দুই-তৃতীয়াংশ তেল আমদানি কমবে। তবে পরিস্থিতি বিবেচনায় হাঙ্গেরিকে এ নিষেধাজ্ঞার আওতামুক্ত রেখেছে ২৭ দেশের এ জোট।

এমন সময় এ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে ইইউ, যখন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক প্রদেশের সেভেরোদোনেৎস্ক শহরে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে ভয়াবহ লড়াই চলছে। লুহানস্কের শুধু এই শহর এখন পর্যন্ত কিয়েভের নিয়ন্ত্রণে আছে।

প্রায় তিন মাস আগে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর মস্কোর ওপর সবচেয়ে কঠিন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে ইইউ। ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল জানান, ব্রাসেলসে ইইউ সম্মেলনে নিষেধাজ্ঞার বিষয়ে ঐকমত্য হয়েছে। অতিসত্বর রাশিয়া থেকে দুই-তৃতীয়াংশ তেল আমদানি এ নিষেধাজ্ঞার আওতায় আসবে। এতে রাশিয়ার যুদ্ধ অর্থায়নের বিপুল উৎস বন্ধ হবে।

ইইউ নেতারা বলেন, এ বছরের শেষ নাগাদ রাশিয়া থেকে তেল আমদানি ৯০ শতাংশ কমানোর বিষয়ে তাঁরা একমত হয়েছেন। তবে হাঙ্গেরি রাশিয়া থেকে তেল আমদানি করতে পারবে। ভূবেষ্টিত দেশটি পাইপলাইনে সরবরাহ করা রাশিয়ার অপরিশোধিত তেলের ওপর অনেক বেশি নির্ভরশীল। অন্য বিষয়গুলোর মধ্যে রয়েছে নিষেধাজ্ঞার অর্থনৈতিক প্রভাব।

সূত্র:রয়টার্স।

Back to top button