রাঙ্গামাটি কাউখালীতে সেটেলার বাঙালি কর্তৃক এক পাহাড়ি নারীকে ধর্ষণ
রাঙামাটির কাউখালীতে ২৫ বছর বয়সী এক পাহাড়ি নারীকে ধর্ষণের খবর পাওয়া গেছে। আজ সোমবার (৯ জুলাই ২০১৮) সকালে এই ঘটনা ঘটে।
জানা যায়, আজ কাউখালী বাজারের সাপ্তাহিক হাটবার হওয়ায় কলমপতি ইউনিয়নের বড়ইছড়ি গ্রামের দুই সন্তানের জননী ওই নারী সকালে বাড়ি থেকে বাজারে যান। বাজার থেকে ফেরার পথে সকাল পৌনে ১১টার দিকে কাশখালী ও বটতলীর মধ্যবর্তী স্থানে পৌঁছলে একা পেয়ে কাশখালীর আব্দুল বারেক-এর পুত্র মোঃ শাকিব(১৮) তাকে ধরে জোরপূর্বক ধর্ষণ করে এবং ঘটনাটি কাউকে না জানানোর হুমকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে ওই নারী বাড়িতে এসে ঘটনাটি তার স্বামীকে জানায়।
উক্ত ঘটনায় ভিকটিম কাউখালী থানায় মামলা দায়ের করেছেন। যার মামলা নং-২১৯। পুলিশ ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠিয়েছে বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মোঃ শাকিবকে পুলিশ আটক করতে পারেনি।