আঞ্চলিক সংবাদ
রাঙ্গামাটিতে পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে বাস উল্টে আহত ১০
রাঙ্গামাটির মানিকছড়িতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা লেগে রাস্তায় উল্টে গেলে ১০ যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহতদের রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মানিকছড়ি হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ রহমান খান পাঠান জানান, শুক্রবার সকাল সোয়া ১১ টার সময় চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে আসা একটি বাস মানিকছড়ি পাহাড়ি রাস্তায় উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা লেগে রাস্তায় উল্টে যায়। এতে প্রায় ১০ জন যাত্রী আহত হয়। তবে কোন প্রাণহানি ঘটেনি। দুঘর্টনা কবলিত বাসটি রাস্তা থেকে সড়ানোর কাজ চলছে।