আঞ্চলিক সংবাদ

রাঙামাটিতে দুই আদিবাসী ছাত্রীর শ্লীলতাহানীর প্রতিবাদে মানববন্ধন

রাঙামাটি টেক্সটাইল ভোকেশনাল ইনিস্টিটিউট এর অধ্যক্ষ মো: রেজাউল করিমের বিরুদ্ধে ছাত্রীদের যৌনহয়রানি সহ বিভিন্ন অভিযোগের দাবীতে রাঙামাটি টেক্সটাইল ভোকেশনাল ইনিস্টিটিউট এর ছাত্র ছাত্রীরা আজ সকালে প্রতিষ্ঠানের সামনে প্রধান মহাসড়ক অবরোধ করে ২ঘন্টা ব্যাপী মানব বন্ধন করেছে।
শ্লীলতাহানী ভূক্তভোগী ছাত্রীরা জানান, দীর্ঘদিন ধরে ঐ শিক্ষক তাদেরকে নানাভাবে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাপ দিয়ে আসছে। তার প্রস্তাব না মানলে পরীক্ষায় ফেল করানো এমনকি স্কুল থেকে কৌশলে বহিস্কার করারও হুমকি দিয়ে আসছিল।
রাঙামাটি জেলা প্রশাসকের পক্ষে নির্বাহী মাজিস্ট্রেট নিজাম উদ্দিন বলেন, আমরা এ ঘটনা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এ নিয়ে সত্য উদঘাটন করে অভিযোগকারীকে আইনের যথাযত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসকের পক্ষে নির্বাহী মেজিস্ট্রটের দেওয়া আশ্বাসের পর ছাত্র-ছাত্রীরা মানববন্ধনটি তুলে নেয়।

Back to top button