জাতীয়

মিন্নির জামিন আপিল বিভাগে বহাল

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ (২ সেপ্টেম্বর) এ বিষয়ের শুনানিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর কোনো আদেশ দেননি। ফলে মিন্নির জামিন সংক্রান্ত হাইকোর্টের দেওয়া আদেশই বহাল থাকলো।

মিন্নির আইনজীবী মাক্কিয়া ফাতেমা ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, আপিল বিভাগের এই আদেশের ফলে কারাগার থেকে মিন্নির ছাড়া পেতে আর কোনো আইনগত বাধা নেই।

তিনি বলেন, “ইতিমধ্যে আমরা বরগুনায় সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। আগামীকাল মিন্নি ছাড়া পেতে পারেন বলে আমরা আশা করছি।”

শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার কাজল এবং মিন্নির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না।

Back to top button