জাতীয়

বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। করোনার কারণে এবার নেই বর্ণাঢ্য আয়োজন। তবে সীমিত পরিসরে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে দলটি।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে ভোরে কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন। বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলটির মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা। বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে ভার্চুয়াল আলোচনা সভা।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর নানা ঘটনাপ্রবাহের মধ্যে ক্ষমতায় আসেন মেজর জেনারেল জিয়াউর রহমান। ১৯৭৮ সালের ফেব্রুয়ারিতে গঠিত হয় জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল- জাগদল। ওই বছরের মে মাসে জিয়াউর রহমানকে চেয়ারম্যান করে ঘোষিত হয় ‘জাতীয়তাবাদী ফ্রন্ট’। এরপর ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরায় এক সংবাদ সম্মেলনে বিএনপি প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দেন জিয়াউর রহমান।

Back to top button