আঞ্চলিক সংবাদ

বান্দরবানে জেএসএস ও পিসিপি’র ১৫ নেতাকর্মী কারাগারে

বান্দরবানে জনসংহতি সমিতি ও পাহাড়ি ছাত্র পরিষদের ১৫ নেতাকর্মীর জামিন আবেদন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। সোমবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলার ১৮ জন আসামি জামিন নিতে গেলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
গত ১৬ নভেম্বর রাজবিলা ইউনিয়নের তাইংখালী বাজারের কাছে চাঁদার দাবিতে মোটরসাইকেল চালক মোঃ আলিমের উপর গুলি বর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় মোটরসাইকেল চালক বাদী হয়ে বান্দরবান সদর থানায় জনসংহতি সমিতি ও অঙ্গসংগঠনের ১৮ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করে। আসামিদের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় ভূমি বিষয়ক সম্পাদক চিংলা মং চাক ও কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক সম্পাদক জলিমং মারমা, জেলা শাখার সাধারণ সম্পাদক রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান ক্যবামং মারমা, নুয়াপতং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান অংথোয়াই চিং মারমা, নুয়াপতং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সম্ভু কুমার তঞ্চঙ্গ্যা, মৌজা হেডম্যান মংপু মারমা, যুব সমিতির সভাপতি মস্তু মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সভাপতি অজিত তঞ্চঙ্গ্যা, পাহাড়ি ছাত্র পরিষদের নেতা উবাচিং মারমা ও পাসেন বম রয়েছেন। রোববার মামলার আসামিরা জামিন নিতে গেলে আদালত আসামিদের মধ্যে রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান ক্যবামং মারমা, নুয়াপতং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান অংথোয়াই চিং মারমা ও নুয়াপতং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সম্ভু কুমার তঞ্চঙ্গ্যাকে জামিন দিয়ে বাকিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বিকেলে আদালত থেকে আসামিদের কড়া নিরাপত্তায় কারাগারে নেয়া হয়।

Back to top button