আঞ্চলিক সংবাদ

পিটিআই সুপার রাখাইন শিক্ষিকাকে জিম্মি করে ধর্মান্তরিত করার অভিযোগ

বরগুনার তালতলীতে প্রাথমিক বিদ্যালয়ের রাখাইন শিক্ষিকাকে পিটিআই সুপার জিম্মি করে ধর্মান্তরিত করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার তালতলী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারটি এ অভিযোগ করেন।

লিখিত অভিযোগে রাখাইন শিক্ষিকা তেমেথে’র বোনসহ ঘনিষ্টরা জানান, উপজেলার ঠাকুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা তেমেথে ২০১৯-২০ ডিপিএড শিক্ষা বর্ষে বরগুনা প্রাইমারি ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) এ প্রশিক্ষনে যান। ওই ট্রেনিং সেন্টারের সুপার জাহাঙ্গীর হোসেন রাখাইন শিক্ষিকাকে জিম্মি করে কুপরামর্শে তাকে বরিশাল নিয়ে নোটারী পাবলিকের মাধ্যমে ধর্মান্তরিত করেন এবং তার স্বামীকে তালাক দেন।

পিটিআই পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার প্রলোভন ও বিবাহ করার প্রস্তাব দিয়ে ওই সুপার শিক্ষিকাকে নিয়ে বরিশালসহ বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। এ খবর পেয়ে ওই শিক্ষিকার স্বামী কোকো ও বোন খেমেনসেসহ আত্মীয় স্বজনরা পিটিআইতে গেলে তাদেরকে দেখা করতে দেয়া হয়নি। রাখাইন শিক্ষিকাকে ফিরে পেতে তার পরিবাররা উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।

Back to top button