ঢাবির ডিন নির্বাচনে ১০ অনুষদের ৯টিতে জয়ী নীল দল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অনুষদগুলোর ডিন নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের নীল প্যানেল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
বুধবার অনুষ্ঠিত হওয়া এ নির্বাচনে ১০টি অনুষদের নয়টিতে জয়ী হয়েছে নীল প্যানেল। আর একটিতে জয় পেয়েছে বিএনপি-জামায়াত সমর্থক সাদা প্যানেল।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নওয়াব নবাব আলী চৌধুরী সিনেট ভবনে ভোটগ্রহণ হয়। পরে নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন আহম্মেদ ফল ঘোষণা করেন।
নির্বাচিতরা হলেন: কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, বিজ্ঞান অনুষদ অধ্যাপক ড. মো. আব্দুল আজিজ, আইন অনুষদ অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), বিজনেস স্টাডিজ অনুষদের অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), জীববিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, ফার্মেসী অনুষদ অধ্যাপক ড. এস এম আবদুর রহমান, চারুকলা অনুষদের অধ্যাপক নিসার হোসেন,আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের অধ্যাপক ড. এ. এস. এম. মাকসুদ কামাল (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজী অনুষদের অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান।
এর মধ্যে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজী অনুষদের অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান ছাড়া সবাই নীল দল থেকে নির্বাচিত। তিনি সাদা দলের প্রার্থী।
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনে ভোটার ছিলেন বিশ্ববিদ্যালয়ের ৯৬৫ জন শিক্ষক, যাদের ৯৫৩ জন ভোট দিয়েছেন।