জাতীয় আদিবাসী পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলার কর্মী সম্মেলন অনুষ্ঠিত
সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী: জাতীয় আদিবাসী পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির কর্মী সম্মেলন গত ০৬ মে ২০২২ শুক্রবার সকাল ১১টায় গোমস্তাপুরের পার্বতীপুর ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।।
চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি বিচিত্রা তির্কীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) গনেশ মার্ডী, সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ নরেন চন্দ্র পাহান, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, প্রচার সম্পাদক রামপ্রসাদ মাহাতো, সদস্য বিভূতী ভূষণ মাহাতো, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক টুনু পাহান, নওগাঁ জেলার উপদেষ্টা জয়নাল আবেদিন মুকুল, সদস্য সচিব মহেন্দ্র পাহান, মহাদেবপুর উপজেলা সভাপতি দিলীপ পাহান, পোরশা উপজেলা সাধারণ সম্পাদক আইচন পাহান, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নকুল পাহান, সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, দপ্তর সম্পাদক পলাশ পাহান সহ অন্যান্য নেতৃবৃন্দসহ প্রায় শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মী সম্মেলনে জাতীয় আদিবাসী পরিষদ চাঁপাই নবাবগঞ্জ জেলার সম্মেলন প্রস্তুতি কমিটি তৈরি করা হয়।