গোলান মালভূমি ইসরায়েলের: স্বীকৃতি ট্রাম্পের
মধ্যপ্রাচ্যের গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সোমবার যুক্তরাষ্ট্রে সফররত ইসরায়েলের প্রেসিডেন্ট বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনের সময় একথা জানান তিনি।
এদিন গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ স্বীকৃতি দিয়ে আনুষ্ঠানিক ঘোষণাপত্রেও সাক্ষর করেন ট্রাম্প। ১৯৬৭ সালে সিরিয়ার সঙ্গে ৬ দিন যুদ্ধের মাধ্যমে গোলান মালভূমি দখলে নেয় ইসরায়েল। ১৯৮১ সালে তা নিজেদের ভূখণ্ডে সংযুক্ত করে দেশটি।
এতদিন কোন আন্তর্জাতিক সম্প্রদায় এর স্বীকৃতি না দিলেও, প্রথমবার ইসরায়েলের পক্ষে অবস্থান নিল যুক্তরাষ্ট্র। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় ট্রাম্পের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে, একে দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত বলে মন্তব্য করেছে সিরিয়া। ইসরায়েলের সাধারণ নির্বাচনের মাত্র ২ সপ্তাহ আগে এ অর্জন, নেতানিয়াহুর বিজয়ে ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।