শিল্প ও সংস্কৃতি

গারো স্টুডেন্ট ইউনিয়নের প্রি-ক্রিস্টমাস কনসার্ট আগামীকাল

গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু) আয়োজিত প্রি- ক্রিস্টমাস কনসার্ট আগামীকাল ১৮ই ডিসেম্বর রাজধানীর আগারগাও ন্যাশনাল লাইব্রেরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। এবছরের আয়োজনে গারো জাতিগোষ্ঠীর ৯ টি ব্যান্ড কনসার্টে অংশগ্রহণ করবে বলে নিশ্চিত করেছে গারো স্টুডেন্ট ইউনিয়ন।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, সামাজিক সংগঠন, ছাত্র সংগঠন, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন স্তরের মানুষকে আমন্ত্রন জানানো হয়েছে।
কনসার্টে সাক্রামেন্ট, রেরে, জুমাং, আইয়াও, এরর, তান্ত্রিক, জাগ্রিং, ব্লিডিং ফর সার্ভাইবাল এবং আদিবাসীদের প্রথম নারী ব্যান্ড এফ মাইনর অংশগ্রহণ করবে।

Back to top button