অন্যান্য
এ্যাডভোকেট সুপাল চাকমা শেরে বাংলা স্বর্ণপদক পেলেন

আইন পেশায় বিশেষ অবদানের জন্য খাগড়াছড়ি জর্জ কোর্টের এ্যাডভোকেট সুপাল চাকমা শেরে বাংলা স্বর্ণপদক-১৯ পেয়েছেন।
২৭ সেপ্টেম্বর বিকেল ৪ টায় শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের আয়োজনে রাজধানীর কাঁটাবন মোড়ের নিউ চিংড়ি চাইনিজ রেস্টুরেন্টে উপমাহাদেশে শিক্ষা বিস্তারে শেরে বাংলার ভুমিকা শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই পদক লাভ করেন।
এ্যাডভোকেট সুপাল চাকমা খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলাধীন কেয়াংঘাট ইউনিয়নের যাদুগানালা গ্রামের সাধনমনি চাকমা ও মৃত শান্তিবালা চাকমার সন্তান। তিনি ১৯৭৫ সালে জন্মগ্রহন করেন। চার ভাই বোনের মধ্যে তিনি সবার বড়।
১৯৯৭ সালে আইন বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.এম ডিগ্রী লাভ করেন। ২০০১ সালে খাগড়াছড়ি জর্জ কোর্টে এডভোকেট হিসেবে তালিকাভুক্ত হন।