আলফ্রেড সরেন হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহীতে আলফ্রেড সরেন হত্যার বিচারের দাবিতে আদিবাসী ছাত্র পরিষদ মানববন্ধন করেছে।
শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নকুল পাহানের সভাপতিত্বে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক উপেন রবিদাস, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবিত্রী হেমব্রম, সাধারণ সম্পাদক তরুণ মুণ্ডা কোষাধ্যক্ষ অনিল রবিদাস, দফতর সম্পাদক পলাশ পাহান ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক শ্রীকান্ত তীর্কি।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন-ন্যাপ রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান খান আলম ও বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ রাজশাহী জেলা সভাপতি রঘুনাথ রবিদাস।
মুখে কালো কাপড় বেঁধে প্রতীকী মানববন্ধনে বক্তারা আলফ্রেড সরেন হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
বক্তারা বলেন, আলফ্রেড সরেনের হতাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেফতার করেনি পুলিশ।
আলফ্রেড সরেনকে ২০০০ সালের ১৮ আগস্ট নিজ বাড়িতে পুড়িয়ে হত্যা করে ভূমিদস্যুরা। হত্যার ১৭ বছরেও বিচার হয়নি।