আদিবাসী দিবসের এবারের প্রতিপাদ্য ‘আদিবাসী জাতিসমূহের দেশান্তর : প্রতিরোধের সংগ্রাম’
শ্যাম সাগর মানকিন:‘আদিবাসী জাতিসমূহের দেশান্তর : প্রতিরোধের সংগ্রাম’ এই প্রতিপাদ্য বিষয় দিয়ে সারাবিশ্বের মত বাংলাদেশে আগামী ৯ আগস্ট ২০১৮ উদযাপিত হবে ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’। আজ সকালে ঢাকার হোটেল সুন্দরবনে এক সংবাদ সন্মেলনে এ কথা জানায় আদিবাসী ফোরাম।
সংবাদ সন্মেলনে জানানো হয়, আদিবাসীদের ইতিহাস জোরপূর্বক দেশান্তকরণের ইতিহাস। বিশ্বের দেশে দেশে আদিবাসী জনগণ নিজ বাসভূমি থেকে উচ্ছেদের শিকার হয়েছেন। বাংলাদেশের আদিবাসীরা ১৯৪৭ সালের পর বারবার দেশান্তরী হতে বাধ্য হয়েছেন। দেশের ময়মনসিংহ অঞ্চল, সিলেট অঞ্চল, উত্তরবঙ্গ, দক্ষিন-পশ্চিম অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম থেকে আদিবাসীরা দেশান্তরিত হয়েছেন। দেশ স্বাধীন হওয়ার ৪৭ বছর পরও এখনও নীরবে দেশত্যাগে বাধ্য হচ্ছেন।
সন্মেলনে আরো জানানো হয়, স্বাধীনতার পর দেশের অনেক জায়গায় আদিবাসীদের সাম্প্রদায়িক হামলা হয়েছে, গণহত্যা চালানো হয়েছে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে। তাছাড়া রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় পাঁচ লক্ষাধিক সেটলার বাঙালিকে পূনর্বাসন দিয়ে আদিবাসীদের সংখ্যালঘুতে পরিণত করার চক্রান্ত অব্যাহত রয়েছে। এছাড়া আদিবাসী অঞ্চলসমূহে ক্রমান্বয়ে নিরাপত্তাহীনতাসহ অর্থনৈতিক ও সামাজিক সংকটে জর্জরিত হচ্ছে। এসব কারনেও স্থানান্তর বা দেশান্তরের ঘটনা ঘটছে।
সংবাদ সন্মেলন থেকে আদিবাসী জাতিসমূহের স্বীকৃতিসহ সকল নিপীড়ন বন্ধে আদিবাসী সুরক্ষা আইন প্রণয়ন করা, আদিবাসীদের জোরপূর্বক দেশান্তকরণ প্রক্রিয়া বন্ধ করতে পদক্ষেপ, জাতীয় বাজেটে আদিবাসীদের জন্য বিশেষ বরাদ্দ, পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়ন করা ও এ লক্ষ্যে রোডম্যাপ ঘোষণা, সমতলের আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশন গঠন, আদিবাসী নারীর নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থাগ্রহনসহ বিভিন্ন আহবান সরকারের প্রতি জানানো হয়।
আদিবাসী দিবসকে সামনে রেখে আদিবাসী ফোরাম ও বিভিন্ন সংগঠন নানা কর্মসূচী হাতে নিয়েছে বলে সংবাদ সন্মেলনে জানানো হয়। ৭ আগস্ট মঙ্গলবার দিনব্যাপী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সন্মেলন কেন্দ্রে আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস ও আরডিসির অনুষ্ঠান, ৮ আগস্ট সকালে এএলআরডি ও অন্যান্য সংগঠনের মিলিত সেমিনার, সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে গারো স্টুডেন্ট ইউনিয়নের মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত হবে।
আদিবাসী দিবস উপলক্ষে আদিবাসী ফোরাম ৯ আগস্ট র্যালী, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। অনুষ্ঠানের উদ্বোধন করবেন তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল এবং প্রধান অতিথি হিসেবে থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে এ দিবসটি পালিত হবে।
সংবাদ সন্মেলনে সঞ্জীব দ্রং এর সঞ্চালনায় মূল বক্তব্য পাঠ করেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা। সন্মেলনে আরো উপস্থিত ছিলেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, আদিবাসী ফোরামের সহ-সাধারণ সম্পাদক ডা. গজেন্দ্রনাথ মাহাতো, আদিবাসী ফোরামের জাতীয় কমিটির সদস্য চঞ্চনা চাকমা প্রমূখ।