বিলাইছড়িতে রোহিঙ্গা কর্তৃক বাক প্রতিবন্ধী এক জুম্ম কিশোরী ধর্ষণের শিকার

আইপিনিউজ ডেক্স(ঢাকা):: রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় ৩নং ফারুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তাংকুইতাং পাড়ার এক রোহিঙ্গা মুসলিম কর্তৃক বাক প্রতিবন্ধী জুম্ম কিশোরী(১৭) ধর্ষণের শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে । ঘটনাটি গত ২৫ মে সকাল ১১:৩০টার দিকে ঘটে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ মে প্রতিদিনের মত পরিবারের লোকজন জুমের কাজ করতে যায়। এ সুযোগে সেদিন আনুমানিক ১১:৩০ টার দিকে ভুক্তভোগী জুম্ম কিশোরীকে বাড়িতে একা পেয়ে রোহিঙ্গা মুসলিম মোঃ হাসান হাত বেঁধে ধর্ষণ করে।
পরবর্তীতে দুপুরের দিকে পরিবারের লোকজন বাড়িতে এলে পরিবারের সদস্যদেরকে বিষয়টি জানান ভুক্তভোগী জুম্ম কিশোরী। ঘটনা শুনে পরিবারের লোকজন স্থানীয় হেডম্যান এবং বাজার কমিটির লোকজনকে অবহিত করে। পরে ধর্ষণকারী রোহিঙ্গা মো: হাসানকে তাংকুইতাং পাড়া থেকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে।
ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানা গেছে।


