শ্রীবরদীতে প্রাকৃতিক সম্পদ ও পরিবেশগত সংরক্ষণে কারিতাস এর ক্যাম্পেইন অনুষ্ঠিত
কাঞ্চন মারাকঃ ১৪ ডিসেম্বর বুধবার কারিতাস ময়মনসিংহ আলোক – ৩ প্রকল্পের আয়োজনে শ্রীবরদী উপজেলার বাবেলা কোনা অফিসে প্রাকৃতিক সম্পদ ও পরিবেশগত সংরক্ষণে টেকসই ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে সারাদিনব্যাপি আলোচনা সভা ও বিকেলে যুবকদের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে শ্রীবরদী এলএমসি কমিটির সভাপতি মি ব্রতিন্দ্র ম্রংএর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক অপূর্ব ম্রং।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বুলবুল মানখিন প্রোগ্রাম অফিসার আইসিডিপি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ভুপেন্দ্র মান্দা, এলএমসি সেক্রেটারী পা. ক্লেনশন থিগিদী, সুরঞ্জন রাকসাম জেপিও – সিএমএলআরপি, সত্যজিৎ মৃ কো অর্ডিনেটর সিডস প্রকল্প, এ্যাডভোকেট দিনেশ দারু, বাঁধন চিরান, অতুল ম্রং, রুমেল মৃ ও নিশান রেমা প্রমূখ।
এছাড়াও শ্রীবরদী ও বকশীগঞ্জ উপজেলার টিডব্লিউএ, বাগাছাস, গ্রাম উন্নয়ন কমিটি সহ বিভিন্ন ছাত্র যুব ও নারী উন্নয়ন সংগঠন সমুহের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান বক্তা দিগলাকোনা সাধু আন্দ্রে ধর্মপল্লির পাল পুরোহিত রেভা. ফাদার ডমিনিক সরকার, সিএসসি পোপ ফ্রান্সিস মহোদয়ের বিশ্ববাসীকে পাঠানো চিঠি ‘লাউদাতো সি বা প্রসংশা হোক’ বিষয়ে আলোকপাত করেন।
তিনি বলেন, পূন্যপিতা ও ফ্রান্সিস লাউদাতো সি বা তোমার প্রসংসা হোক শিরোনামের চিঠিতে বলছেন, আমরা সৃষ্টির সেরা জীব হয়েও অবুঝেরর মতো মহান সৃষ্টিকর্তা ঈশ্বরের সুন্দর সৃষ্টিকে ধ্বংস করে ফেলছি। মানবসৃষ্ট নানান কারনে পরিবেশের ভারসাম্য ধিরে ধিরে নষ্ট হয়ে যাচ্ছে। এতে মানব সমাজের ব্যপক ক্ষতিসাধন হচ্ছে। পরিবেশের ভারসাম্য ধ্বংসের ফলে এই সুন্দর পৃথিবী মানুষের বাসযোগ্য থাকছে না। হিংসা দ্বেষের কারনে খুনোখুনি বাড়ছে।
অস্বাভাবিক অপচয়, অকারনে পশুপাখি নিধন, রাসায়নিক বা বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে জীব সমাজকে ধ্বংস করছি। এভাবে চললে পৃথিবীতে কোন মানুষ বাঁচতে পারবে না।
তাই পূণ্যপিতা পোপ ফ্রান্সিস বিশ্ববাসীর কাছে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে চিঠির মাধ্যমে আহ্বান জানিয়েছেন।
তিনি আরো বলেন, ‘পরবর্তি প্রজন্মের জন্যে অবশ্যই আমরা মরুভুমি তৈরী করে না যাই।’
আলোচনা সভা শেষে বিকেলে যুবকদের মাঝে প্রিতি ফুটবল ম্যাচ ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।