শিল্প ও সংস্কৃতি

২৪ ঘণ্টা পর চালু হলো জি নেটওয়ার্কের চ্যানেল

প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর জি নেটওয়ার্কের চ্যানেলগুলো বাংলাদেশে দেখা যাচ্ছে। বুধবার দুপুরে দেখা যায়, জি নেটওয়ার্কের চ্যানেল দর্শকরা দেখতে পারছেন।

এ বিষয়ে ক্যাবল অপারেটর প্রতিষ্ঠান জাদু ভিশন লিমিটেডের পক্ষ থেকে বলা হয়, তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে জি নেটওয়ার্কের চ্যানেলগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

আইন লঙ্ঘন করে বিদেশি টিভি চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। আর এর কারণ জানতে চেয়ে তথ্য মন্ত্রণালয় একটি নোটিস দেয় জাদু ভিশন লিমিটেড ও নেশনওয়াইড মিডিয়া লিমিটেডকে। সাত দিনের মধ্যে এই দুটি প্রতিষ্ঠানকে নোটিসের জবাব দিতে বলা হয়। এরপর সাময়িকভাবে চ্যানেলগুলো বন্ধ রাখা হয়।

Back to top button