হচ্ছে না এইচএসসি পরীক্ষা: জেএসসি এবং এসএসসি ফলাফলের উপর মূল্যায়নের সিদ্ধান্ত

২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সরাসরি গ্রহণ না করে মূল্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বুধবার (৭ অক্টোবর) অনলাইন ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, শিক্ষা বোর্ডের চেয়াম্যানরাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উক্ত অনলাইন ব্রিফিং এ সংযুক্ত ছিলেনে।
শিক্ষামন্ত্রী বলেন. পরীক্ষা গ্রহন না করে মূল্যায়নের অভিজ্ঞতা শিক্ষাবোর্ডগুলোর জন্য হবে এটিই প্রথম। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফল ভিত্তিতে পরীক্ষার্থীদের সার্বিক মূল্যায়ন করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। তবে যারা বিভাগ পরিবর্তন করেছেন সেইসব শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য একটি পরামর্শক বোর্ড করা হবে। উক্ত পরামর্শক বোর্ড নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেবেন বলেও জানান মন্ত্রী।
উক্ত ব্রিফিং এর শিক্ষামন্ত্রী আরো জানান, বিভাগ পরিবর্তনকারী শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য যে বোর্ড গঠন করা হবে সেখানে ঢাবি, বুয়েট সহ বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা থাকবেন। উক্ত বোর্ডের প্রতিবেদন সহ জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফল ভিত্তিতে পরীক্ষার্থীদের সার্বিক ফলাফল আগামী ডিসেম্বরে প্রকাশ করা হবে।
করোনার কারণে চলমান বাস্তবতাকে মাথায় রেখে শিক্ষা মন্ত্রণালয়ের এই মূল্যায়ন পদ্ধতিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ও তাঁদের এ বছরের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বিবেচনায় নিবে বলেও আশাবাদ ব্যক্ত করেন শিক্ষা মন্ত্রী ।
উল্লেখ্য, করোনার কারণে গত ১৭ মার্চ থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরুর কথা ছিল। করোনার কারণে তা স্থগিত করা হয়।
করোনার কারণে এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিল করে স্ব স্ব প্রতিষ্ঠানে পরীক্ষা/মূল্যায়নের নির্দেশনা দেওয়া রয়েছে। অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও বাতিল করা হয়েছে। নভেম্বরে এসব পরীক্ষা হওয়ার কথা ছিল।