অন্যান্য

শ্যামনগরে মুন্ডা আদিবাসীদের উপর হামলা ও হত্যার বিচারের দাবি জাতীয় আদিবাসী পরিষদের

সাতক্ষীরার শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট গ্রামের মুন্ডা পাড়ায় জমি দখলের উদ্দেশ্যে ১৯ আগস্ট সকালে মুন্ডা আদিবাসী পরিবারের সদস্যদের উপর বর্বরোচিত হামলা ও গুরুতর আহত নরেন্দ্রনাথ মুন্ডা (৬৫) এর মৃত্যুতে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি তীব্র প্রতিবাদ এবং হামলা ও হত্যার মূলহোতা সহ জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছে।

গত ১৯ আগস্ট ২০২২ শুক্রবার সকালে স্থানীয় ভূমি দখলদার রাশেদুল সরদার ও এবাদুল সরদারের নেতৃত্বে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দুই শতাধিক লোকজন নিয়ে মুন্ডা পাড়া ঘিরে নরেন মুন্ডার ২.৬৬ একর জমি দখলে নেয় ভূমিদস্যু সন্ত্রাসীরা। দখলে বাধা দিতে গেলে দখলদার সন্ত্রাসীদের হামলায় নরেন মুন্ডা, রীনা মুন্ডা, বিলাসী মুন্ডা ও সুলতা ম্ন্ডুা সহ বেশকয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এমতাবস্থায় গত ২০ আগস্ট শনিবার বিকেলে নরেন্দ্রনাথ মুন্ডা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) গণেশ মাঝি, সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) নরেন চন্দ্র পাহান, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, প্রচার সম্পাদক রামপ্রসাদ মাহাতো, তথ্য ও গবেষণা সম্পাদক মানিক সরেন, কেন্দ্রীয় সদস্য বিভূতী ভূষণ মাহাতো, আদিবাসী যুব পরিষদের সহসভাপতি নবদ্বীপ লাকড়া, আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি নকুল পাহান, সাধারণ সম্পাদক তরুন মুন্ডা সহ জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী যুব পরিষদ, আদিবাসী ছাত্র পরিষদের সকল স্তরের নেতৃবৃন্দ এই ঘটনায় প্রতিবাদ ও বিচারের দাবি জানাচ্ছে।

জাতীয় আদিবাসী পরিষদের মতে, বিগত সময়ে আদিবাসীদের উপর সংঘটিত অন্যায়, নির্যাতন, হত্যা, ধর্ষণ, হামলা, উচ্ছেদের ঘটনার সুষ্ঠু বিচার না হবার কারণে বিভিন্ন অঞ্চলে আদিবাসীদের উপর এমন ঘটনা চলমান রয়েছে। জমির জন্য অনেক আদিবাসীকে হত্যা হতে হয়েছে। ভূমিকে কেন্দ্র করে আদিবাসীদের উপর বহু ঘটনা সংঘটিত হলেও সুষ্ঠু বিচার আদিবাসীরা পায়নি। আদিবাসীদের ভূমি সমস্যা সমাধানে সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের প্রতিশ্রুতি দিলেও এখনও তা আলোর মূখ দেখেনি। আদিবাসীদের ভূমি রক্ষায় আলাদা ভূমি কমিশন গঠন করা জরুরি।

জাতীয় আদিবাসী পরিষদের একটি প্রতিনিধি দল আগামী ২৪ আগস্ট ২০২২ বুধবার শ্যামনগরের ধুমঘাট গ্রামে ঘটনাস্থল পরিদর্শন ও নিহত নরেন মুন্ডার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন।

Back to top button