আঞ্চলিক সংবাদ

মৃত্তিকার উদ্যোগে কল্পনা চাকমা স্মরণে বিশেষ অনুষ্ঠান আমাদের কল্পনা অনুষ্ঠিত

পরানে ডাগের তরে কুধু তুই গেলে
রেদোত জাগি চোঘোত ভাজে
ত’ ডাগানা কানত এলে।।
ও কল্পনা তুই আয়না কুধু গেলে……….।

গানের সুরে কল্পনা চাকমার স্মরণ অনুষ্ঠানে তখন সুনশান নীরবতা। জাতিতাত্ত্বিক লোকায়ত জ্ঞান ও সংস্কৃতি পাঠকেন্দ্র-মৃত্তিকা’র উদ্যোগে আজ মধুপুরের জয়নাগাছা গ্রামে মৃত্তিকা গ্রন্থকেন্দ্রে বিকাল তিন ঘটিকায় শিশু-কিশোরদের নিয়ে বিশেষ অনুষ্ঠান “আমাদের কল্পনা” অনুষ্ঠিত হয়।

কল্পনা চাকমার জীবন ও সংগ্রামের বিভিন্ন দিক নিয়ে শিশু-কিশোরদের সাথে আলোচনা করেন মৃত্তিকা কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সদস্য রিপন চাকমা, মৃত্তিকা সংস্কৃতি কেন্দ্র’র সমন্বয়ক যাদু রিছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক দীপ্তি দত্ত, স্কুল শিক্ষক অপর্ণা দফো, প্রধান বক্তা চানচিয়ার সমন্বয়ক আন্তনী তাতারা রাবুগা রেমা প্রমুখ। মৃত্তিকা কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সচিব জুয়েল বিন জহিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৃত্তিকা কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সভাপতি কবি পরাগ রিছিল। আলোচনা শেষে গণসঙ্গীত পরিবেশন করেন মৃত্তিকা সংস্কৃতি কেন্দ্র’র বন্ধুরা।

Back to top button