বান্দরবানে অভাবের কারণে আদিবাসী বৃদ্ধের আত্মহত্যা
বান্দরবানের লামা উপজেলায় অভাব-অনটনের কারণে রাংক্যনু ত্রিপুরা (৫৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।
গতকাল রোববার সকালে উপজেলার গজালিয়া ইউনিয়নের আকিরাম ত্রিপুরাপাড়ায় এ ঘটনা ঘটে।
রাংক্যনু ত্রিপুরা আকিরাম ত্রিপুরাপাড়ার বাসিন্দা মৃত ধুংকি ত্রিপুরার ছেলে।
ওই এলাকার দফাদার রুহুল আমিন জানান, তিন ছেলে, দুই মেয়ে ও স্ত্রী নিয়ে রাংক্যনু ত্রিপুরার সংসার। অভাব-অনটনের কারণে স্ত্রীর সঙ্গে রাংক্যনু ত্রিপুরার প্রায়ই ঝগড়া হতো। এর জের ধরে রোববার সকাল ৬টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বিষপান করেন রাংক্যনু ত্রিপুরা।
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় পথেই তিনি মারা যান।
গজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান বার্থোয়াই ছিং মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লামা থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, রাংক্যনু ত্রিপুরার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে।
তথ্যসূত্রঃ যুগান্তর