নারী নির্যাতন বিরুদ্ধে নির্বাক প্রতিবাদ
নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে নির্বাক প্রতিবাদ এই স্লোগানকে সামনে রেখে আজ কলেজ গেট থেকে শ্যামলী রাস্তার ধারে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সর্বস্তরের মানুষ সতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন। কর্মসুচিতে কোন বক্তৃতা ছিলো না। বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লাকার্ড বুকে ঝুলিয়ে এবং নারীরা পুরুষদের চোখে কালো কাপড় দিয়ে বেঁধে দিয়ে প্রতিবাদ জানান।
এইচআরডি, জনউদ্যোগ, আইইডি, বিএনপিএস, সমন্বয় পরিষদ, শহর সমাজসেবা কার্যালয়-৬ এবং পাথওয়ে যৌথভাবে এই প্রতিবাদী মানববন্ধন আয়োজন করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আইইডির সমন্বয়কারী ম. হামিদুজ্জামান, বিএনপিএস এর উপ-পরিচালক শাহনাজ সুমি, জনউদ্যোগ জাতীয় কমিটির সদস্যসচিব তারিক হোসেন মিঠুল, সদস্য নাজনিন পাপ্পু, সুবোধ এম বাস্কে, মাহবুবুল হক, বাংলাদেশ আদিবাসী ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক ও আদিবাসী যুব পরিষদের সভাপতি হরেন্দ্রনাথ সিং, শহর সমাজসেবা কার্যালয়-৬ এর কর্মকর্তা কেএম শহীদুজ্জামান, ঢাকা এডিনবার্গ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রোকেয়া রুমি, দৈনিক নব সূচনার প্রকাশক ও সম্পাদক ফরিদা ইয়াসমিন ও ফিদা আল শামস প্রমুখ।