নাটোরে দীপক রঞ্জন সরকারকে বিদ্যুৎপৃষ্ট করে হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহীঃ হিউম্যান রাইট্স ডিফেন্ডার্স ফোরাম রাজশাহীর অয়োজনে আজ ২২ অক্টোবর সকাল ১১টায় রাজশাহীস্থ আলুপট্টি মোড়ে মুক্তিযুদ্ধ পাঠাগারে নাটোর জেলার লালপুর থানাধীন দুয়ারি ইউনিয়নের টিটিয়া গ্রামের দীপক রঞ্জন সরকার ওরফে গণেশ সিং নামের একজন আদিবাসীকে একই গ্রামের অহেদ আলীর ছেলে আকরাম হোসেন ইঁদুর মারার গুণা তার আইলের পাশে ফাঁদ পেতে রেখে বিদ্যুতায়িত করে ৮ অক্টোবর ২০২২ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সারাদেশে আদিবাসীদের উপর সংঘটিত সব ধরণের অত্যাচার নির্যাতনের প্রতিবাদ এবং নাটোরে ঘটনার পরের দিন ৯ অক্টোবর ২০২২ হত্যার শিকার গণেশ সিং ভাই ললিত সরকার কতৃক নাটোরের লালপুর থানায় আকরাম হোসেন ও আহাদ ২ জনকে আসামী করে মামলা করেন মামলা নং:- ১৩, ৯ অক্টোবর ২২ আসামীদের গ্রেফতার ও সুষ্ঠ তদন্তের দাবি জানানো হয়।
হিউম্যান রাইট্স ডিফেন্ডার্স ফোরাম রাজশাহীর আহবায়ক জয় খ্রীষ্টফার বিশ্বাস এর সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় আদিবাসী পরিষদ সাধারণ সম্পাদক রাজশাহী মহানগর আন্দ্রিয়াস বিশ্বাস আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) গনেশ মার্ডি, রাজশাহী জেলা কমিটির সভাপতি বিমল চন্দ্র রাজোয়ার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী জেলা সভাপতি শাহজাহান আলী বরজাহান,জাতীয় আদিবসী পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদকসূভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি সভাপতি নুকুল পাহান ও হিউম্যান রাইট্স ডিফেন্ডার্স ফোরাম রাজশাহীর সদস্য সঞ্চয় রবিদাস সহ অনেকে বক্তব্য রাখেন ।
উল্লেখ্য, মামলার এজাহার থেকে জানা য়ায় যে, গত ০৮ অক্টোবর ২০২২ অনুমানিক বিকাল ৪টায় নাটোর জেলার লালপুর থানাধীন দুয়ারি ইউনিয়নের টিটিয়া গ্রামের দীপক রঞ্জন সরকার ওরফে গণেশ সিং নিজের ধানের জমিতে স্প্রে মেশিন দিয়ে বিষ দেওয়ার জন্য বাড়ি থেকে বেড়িয়ে যায় ও রাত্রী ৭টার সময়ও বাড়িতে না ফেরায় আশেপাশে খোজাখুজি করে অনুমানিক রাত্রী ৮টা ৩০ মিনিটে দীপক রঞ্জন সরকার ওরফে গণেশ সিং এর উওরের আইল এবং আসামীদ্বয়ের জমির দক্ষিণ আইল এর উপর গুনা তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত অবস্থায় পাওয়া যায়।