অন্যান্য

দুই সাঁওতাল কৃষকের আত্মহত্যার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মৌন সমাবেশ অনুষ্ঠিত

সাঁওতাল কৃষক অভিনাথ মার্ডী ও রবি মার্ডীর আত্মহত্যার জন্য দায়ী সাখাওয়াত হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে মৌন সমাবেশ করেছে আদিবাসী ছাত্র- যুব সংগঠনসমূহ।

আজ শনিবার বিকেল ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে আদিবাসী ছাত্র ও যুব সংগঠনসমূহের নেতৃবৃন্দের আয়োজনে মৌন সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশ বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সভাপতি অনন্ত ধামাই, সাধারণ সম্পাদক আন্তনী রেমা, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক অলিক মৃ, জাতীয় আদিবাসী যুব পরিষদের সভাপতি হরেন্দ্রনাথ সিং সহ পাহাড় এবং সমতলের বিভিন্ন আদিবাসী ছাত্র ও যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Back to top button