শিল্প ও সংস্কৃতি

জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে নওগাঁর মহাদেবপুরে আদিবাসীদের ২৫তম কারাম উৎসব অনুষ্ঠিত

জাতীয় আদিবাসী পরিষদ আয়োজনে নওগাঁর মহাদেবপুরে ২ সেপ্টেম্বর ২০২০ বুধবার বিকেলে উপজেলার নাটশাল ফুটবল মাঠে আদিবাসীদের ২৫তম ঐতিহ্যবাহী কারাম উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আলোচনা সভায় কারাম মন্দিরের জমিদাতা পুরোহিত কার্তিক উড়াও এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এড. বাবুল রবিদাস, সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মূন্ডা, কোষাধ্যক্ষ সুধীর তির্কী, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, তথ্য ও গবেষণা সম্পাদক মানিক সরেন, জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা উপদেষ্টা জয়নাল আবেদীন মুকুল ও শহীদ হাসান সিদ্দিকী স্বপন, রাইগাঁ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আরিফুর রহমান, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নুকুল পাহান। অনুষ্ঠানটি পরিচালনা করেন আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নরেন পাহান।

শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন ও জাতীয় আদিবাসী পরিষদের পতাকা উত্তোলন করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মূন্ডা এবং ফিতা কেটে আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্বোধন কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন।

কারাম উপলক্ষে বিভিন্ন জেলা থেকে আসা ২০টি সাংস্কৃতিক দল তাদের নাচ-গান পরিবেশন করেন এবং নিজেদের ভাষা, সংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরেন।

Back to top button