আঞ্চলিক সংবাদ

জাতীয় আদিবাসী পরিষদের সভা অনুষ্ঠিত: রাজশাহী ও রংপুর জেলায় সাঁওতাল হত্যা দিবস পালনের সিদ্ধান্ত

 সূভাষ চন্দ্র হেমব্রমঃ জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির আয়োজনে গতকাল ১ নভেম্বর ২০২২ সকাল ১১টার সময় নওগাঁয় জরুরী সভা অনুষ্ঠীত হয়। জরুরী সভায় সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন এর সভাপতিত্বে আলোচনা অংশ গ্রহণ করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) গণেশ মার্ডী, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান, কেন্দ্রীয় সদস্য বিভূতি ভূষণ মাহাতো, নাটোর জেলা কমিটির সভাপতি প্রদীপ লাকড়া,বগুড়া জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সন্তোষ সিং, সদস্য সচিব স্বপন চন্দ্র কর্ণিদাস, নওগাঁ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক মহেন্দ্র পাহান, সদস্য সচিব মার্টিন মুরমু, নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা সভাপতি দিলীপ পাহান, সাধারণ সম্পাদক যোগেশ উরাও, সদর উপজেলা সভাপতি অনিতা রাণী তির্কি, সাধারণ সম্পাদক নিতাই পাহান সহ আদিবাসী ছাত্র ও যুব পরিষদ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

আলোচনায় বক্তরা বলেন, আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন, সরকারি চাকরিতে আদিবাসীদের জন্য ৫% কোটা পূনর্বহাল ও বাস্তবায়ন করতে হবে। সমতল আদিবাসীদের জন্য বাজেটে টাকার পরিমাণ বাড়াতে হবে। আসন্ন জতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ও রংপুর বিভাগে ২টি আসনে আদিবাসী প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করা। দ্রুত সময়ের মধ্যে সকল জেলা ও উপজেলার সম্মেলন সম্পূর্ণ করা।

জাতীয় আদিবাসী পরিষদের মূখপাত্র হিসেবে দ্বায়িত্ব পালন করবেন দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম। আগামী ৬ নভেম্বর ২০২২ সাঁওতাল হত্যা দিবসে সাঁওতাল হত্যার বিচারের দাবিতে রাজশাহী, নওগাঁ, নাটোর, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও জেলা সমূহে পৃথক সমাবেশ আনুষ্ঠীত হবে বলেও সিদ্ধান্ত হয়।  এছাড়া রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ৭নং দেওপাড়া ইউনিয়নে নিমঘুটু গ্রামে বোর ক্ষেতে সেচের পানি না পেয়ে দুই আদিবাসী সাঁওতাল অভিনাথ মার্ডি ও রবি মার্ডি,  সাতক্ষীরার শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট গ্রামের মুন্ডা পাড়ায় জমি দখলের উদ্দেশ্যে মুন্ডা আদিবাসী পরিবারের সদস্যদের উপর বর্বরোচিত হামলা ও নরেন্দ্রনাথ মন্ডা (৬৫) কে হত্যার মূলহোতা সহ জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারে ব্যবস্থা গ্রহণ করারও দাবী জানানো হয় সভায়। এছাড়া সারাদেশে আদিবাসীদের উপর নির্যাতন, ভূমিদখল, নারী ধর্ষণ, ভূমি থেকে উচ্ছেদ বন্ধ ও আদিবাসীদের নিরাপত্তার দাবি জানান বক্তারা।

 

Back to top button