অন্যান্য

জনগণের স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠায় প্রগতিশীল চিকিৎসক সংগঠন সমূহের “ডক্টরস প্লাটফর্ম ফর পিপল’স হেলথ” গঠন

আজ ২১ শে মে ২০২০ এক ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে জনগণের স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠায় প্রগতিশীল চিকিৎসক সংগঠন সমূহের মঞ্চ “ডক্টরস প্লাটফর্ম ফর পিপল’স হেলথ” গঠিত হয়। কনফারেন্সে আলোচনায় বলা হয় কোভিড-১৯ সংক্রমণের মধ্য দিয়ে বাংলাদেশে চিকিৎসা তথা স্বাস্থ্য ব্যবস্থায় সরকারের স্বাস্থ্য নীতি ও পরিকল্পনায় জনস্বাস্থ্যকে উপেক্ষা করা, অব্যবস্থাপনা, অবহেলা, দুর্বৃত্তায়ন ও বেসরকারী করণজনিত – দীর্ঘদিনের বিরাজমান সংকট নগ্নভাবে ফুটে উঠেছে।

সাধারণ জনগণ তাদের ন্যূনতম চিকিৎসার জন্য দ্বারে দ্বারে ঘুরে বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে মৃত্যুবরণ করছে। অন্যদিকে চিকিৎসকদের দিকে দৃষ্টি ঘুরিয়ে দিয়ে সরকার নিজ দায়িত্ব আড়াল করতে চাচ্ছে।চিকিৎসকদেরকে জনগণের মুখোমুখি করে ফায়দা তোলা হচ্ছে। কনফারেন্সে কোভিড-১৯ প্রতিরোধে সাত শতাধিক চিকিৎসকসহ কয়েকশত চিকিৎসা কর্মীদের কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। একই সংগে আলোচনায় সাধারণ জনগণের ন্যূনতম চিকিৎসার জন্য হাসপাতালে হাসপাতালে ঘুরে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করায় ক্ষোভ প্রকাশ করা হয়।

আলোচনায় বলা হয় স্বাস্থ্য জনগণের অধিকার। অথচ তা এখনো সংবিধানে মৌলিক অধিকার হিসাবে আইন দ্বারা গ্যারান্টেড নয়। এই অধিকার প্রতিষ্ঠায় চিকিৎসকদের নেতৃত্বে চিকিৎসা কর্মী ও জনগণকে সাথে নিয়ে সার্বিক জনস্বাস্থ্য আন্দোলনের প্রয়োজনীয়তা দীর্ঘদিন যাবত অনুভূত হচ্ছিলো। এই প্রেক্ষাপটে আজ সকাল ১১টায় ‘ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট’, ‘জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদ’, ‘প্রগতিশীল চিকিৎসক পরিষদ’, স্বাস্থ্য অধিকার আন্দোলন’, ‘হেলথ সার্ভিস ফোরাম’, জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটি’ এর যৌথ সভায় “ডক্টরস প্লাটফর্ম ফর পিপল’স হেলথ” নামে একটি মঞ্চ গঠিত হয়। বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন এর প্রাক্তন সভাপতি অধ্যাপক ডাঃ রশিদ-ই-মাহবুবকে আহবায়ক, অধ্যাপক ডাঃ মোঃ আবু সাঈদ ও ডাঃ ফয়জুল হাকিম লালাকে যুগ্ম-আহবায়ক এবং অধ্যাপক ডাঃ শাকিল আখতারকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন; অধ্যাপক ডাঃ এস এম ফজলুর রহমান, অধ্যাপক ডাঃ হারুন অর রশীদ, অধ্যাপক ডাঃ কাজী রকিবুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডাঃ এম এইচ ফারুকী, ডাঃ গোলাম রাব্বানী, ডাঃ সুশান্ত বড়ুয়া, ডাঃ মজিবুল হক আরজু, ডাঃ কে এম এইচ তৌহিদ, ডাঃ মণীষা চক্রবর্তী, ডাঃ প্রনবেন্দু দেব ও ডাঃ জয়দীপ ভট্টাচার্য প্রমুখ।

Back to top button