অন্যান্য

চবি আদিবাসী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা কেন্দ্র: ২০১৯-২০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছুক সকল আদিবাসী শিক্ষার্থীদের ভর্তির যাবতীয় তথ্য ও সহযোগীতা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীবৃন্দ প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এর‌ই ধারাবাহিকতায় ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের জন্য তথ্য ও সহযোগীতা বৃদ্ধির লক্ষ্যে অনলাইন ভিত্তিক গুগল ফর্মে শিক্ষার্থীদের তথ্য নেওয়া হচ্ছে। সবাইকে এখানে নিজের তথ্য দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আদিবাসী শিক্ষার্থীবৃন্দ । যদি ১ম/২য়/৩য় বা তারও অধিক অপেক্ষামান তালিকা থেকে চান্স হয়ে যায় তাহলে মোবাইলে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

গুগল ফর্মের লিঙ্কঃ https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdPsU9w7AMsCyt5BkhrfufUZN0xbiYXzh6WErh1tUEtXSesTw/viewform?fbclid=IwAR0-URSztHXvS4gThRN0ASC9I60R78gh4ZGCDXnj30WrtaT8xOh8VSSSVa0

সার্বিক সহযোগিতায়ঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আদিবাসী শিক্ষার্থীবৃন্দ

Back to top button