খাসিদের জমি দখল ও পানজুম কর্তন বন্ধ চায় কাপেং ফাউন্ডেশন
খাসিদের বিরুদ্ধে দায়ের করা মিথ্য মামলাও প্রত্যাহারের দাবি করেছেন নাগরিকরা।
আইপিনিউজ ডেক্স(ঢাকা): খাসিদের জমি দখল, পানজুম কর্তন বন্ধ চায় কাপেং ফাউন্ডেশন। কুলাউড়ার ডুলুকছড়া পুঞ্জির খাসি আদিবাসীদের উপর মিথ্যা মামলা, ভূমি দখলের চেষ্টা ও হয়রানির ঘটনায় উদ্বিগ্ন নাগরিক সমাজের সরেজমিন পরিদর্শনোত্তর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ আদিবাসীদের মানবাধিকার সংগঠন কাপেং ফাউন্ডেশনের আয়োজনে ঢাকার আসাদগেইট এ অবস্থিত ওয়াইডব্লিউসিএ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জাতীয় কমিটির সদস্য ফারহা তানজীম তিতিল, লেখক ও গবেষক পাভেল পার্থ, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, মানবাধিকার কর্মী ও সিনিয়র সাংবাদিক রাজীব নূর, বাপা’র নির্বাহী কমিটির সদস্য ফাদার যোসেফ, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি পারভেজ হাসেম, বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. আবুল হাসান, এএলআরডির কর্মকর্তা কিশোর কুমার তঞ্চঙ্গ্যা প্রমুখ। মূল প্রতিবেদন পাঠ করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহা তানজীম তিতিল এবং সঞ্চালনা করেন কাপেং ফাউন্ডেশনের সমন্বয়কারী হেলেনা তালাং।
আরপিলস মারলিয়া ডলুকছড়া পুঞ্জিবাসীর পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, বনবিভাগ বারবার মিথ্যা মামলা দিয়ে অর্থনৈতিক ও মানসিক চাপ দিচ্ছে। পুঞ্জিতে এমন হয়েছে বর্তমানে মামলার পেছনে টাকা খরচ করতে করতে সন্তানের পড়ালেখার খরচ বহন করতে ব্যর্থ হয়ে স্বুলে যাওয়া বন্ধ করে দিয়েছে অনেক ছাত্র-ছাত্রী। যে কোন মুহুর্তে আমাদের উচ্ছেদ ও পানজুম ধ্বংস করতে পারে বনবিভাগসহ স্থানীয় ভূমিদস্যুরা। একারনে আমরা নিরাপত্তাহীনতায় দিন পার করছি।
এ্যাডভোকেট মো. আবুল হাসান বলেন, খাসি জনগোষ্ঠী বংশ পরম্পরায় প্রাকৃতিকভাবে বন ব্যবস্থাপনা করছে। সেই বনকে টিকিয়ে রাখতে হলে বনের মালিকানা সেই জনগোষ্ঠীর কাছে রাখা দরকার। সেই সাথে খাসি জনগোষ্ঠীকে মিথ্যা মামলার হয়রানি থেকে তাদের মুক্ত রাখার আাহ্বানও জানান এই আইনজীবি।
এ্যাডভোকেট পারভেজ হাসেম বলেন, বনে যারা বসবাস করছেন তারা আজ সেই বনে পরবাসী হয়ে আছেন। ভূমি লিজ দেয়ার ক্ষেত্রে প্রশাসনের দেখা উচিত যে এই বনের সাথে কারা সংশ্লিষ্ট আছেন। প্রশাসন ভূমি লিজ দেয়ার ক্ষেত্রে বনবাসীদের গুরুত্ব না দিয়ে বন নিয়ে যারা মুনাফা লাভ করতে পারেন তাদেরকে গুরত্ব দেয়া হচ্ছে। ফলে তাদের আগ্রাসী মনোভাব, মুনাফার জন্য ট্যুরিজম সম্প্রসারিত করার জন্য ভূমি দখলের দিকে নজর দেন। ফলে ভূমি দখলের জন্য বনবাসীদের নামে মিথ্যা মামলা দিয়ে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেয়া হয়। তিনি খাসি জনগোষ্ঠীদের ভূমি অধিকারসহ সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবি জানান।
গবেষক পাভেল পার্থ বলেন, রাষ্ট্র তার বিভিন্ন এজেন্সি’র মাধ্যমে বিরোধ তৈরি করে রাখছে বনে বসবাসকারী আদিবাসীদের সাথে। খাসি জনগোষ্ঠীর মানুষ যে পদ্ধতিতে পানচাষ করে তা হতে পারত একটি ঐতিহ্যগত পদ্ধতি ও খাসি অধ্যুষিত এলাকা হতে পারত বিশেষ কৃষি ঐতিহ্য অঞ্চল। আদিবাসীদের অধিকার সম্পর্কে স্থানীয় সাংবাদিকসহ অন্যান্যদেরকে সচেতনতামূলক কার্যক্রম করা এবং নাগরিক মঞ্চের মাধ্যমে আদিবাসীদের সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরা জরুরী বলেও মনে করেন তিনি।
সাংবাদিক রাজীব নূর বলেন, খাসি পুঞ্জিতে ভূমি দখলের আক্রমণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি সব জায়গায় বিশেষ করে আদিবাসী অধ্যুষিত এলাকায় ভূমি দখলের ঘটনা বেশি ঘটছে।
জাকির হোসেন বলেন, আমাদের সবাইকে নিয়ে সমন্বিত একটি কর্মপরিকল্পনা তৈরি করা দরকার। সেই সাথে সবার সমন্বয়ে ভাল প্রতিবেদনের দিকে নজর দিয়ে তিনি বলেন স্থানীয় সাংবাদিকদের এবিষয়ে অবহিতকরণের ব্যবস্থা নেওয়া দরকার।
বাপা’র নির্বাহী কমিটির সদস্য ফাদার যোসেফ বলেন মৌলভীবাজার খাসি জনগোষ্ঠীকে উচ্ছেদকরণের যে প্রক্রিয়া সেটা দীর্ঘদিনের প্রক্রিয়া। সেই প্রক্রিয়া বর্তমানে প্রকট আকার ধারণ করছে। সেই প্রক্রিয়ায় তাদের নামে মিথ্যা মামলা দিয়ে অর্থনৈতিক পীড়ন ও মানসিক পীড়ন দিয়ে সংকট তৈরি করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
কাপেং ফাউন্ডেশনের ব্যবস্থাপক হিরণ মিত্র চাকমা সবাইকে এই সব ঘটনা অনুস্মরণ করার অনুরোধ করেন। তিনি বলেন, আদিবাসী এলাকায় যে ঘটনাগুলো ঘটছে তা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। আদিবাসীদের কোনঠাসা করার জন্য মিথ্যা মামলা দিয়ে হয়রানীর ঘটনা এখন অহরহ হচ্ছে।