খাগড়াছড়িতে মানসিক প্রতিবন্ধী এক জুম্ম নারীকে গনধর্ষণ ও লুটপাট

আজ ২৪ সেপ্টেম্বর ২০২০ বৃহষ্পতিবার আনুমানিক ভোর আড়াইটার দিকে খাগড়াছড়ি সদরে ১ নং গোলাবাড়ি ইউনিয়ন সংলগ্ন বলপিয়ে আদাম নামক গ্রামে নিজ বাড়িতে ৯ জন সেটেলার বাঙালী কর্তৃক মানসিক প্রতিবন্ধী এক জুম্ম নারীকে গণধর্ষণ এবং বাড়ী লুটপাট ঘটনা ঘটেছে।
ভুক্তভোগীর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আনুমানিক আড়াইটার সময় ৯ জনের একদল সেটেলার দা-ছুরি সহ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে তাদের বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে। বাড়িতে ঢুকতে প্রথমে মা বাধা দেয়ার চেষ্টা করলে ভুক্তিভোগী জুম্ম নারী, মাকে সহ বুড়ো বাবাকে দড়ি দিয়ে বাধে। এরপর মা-বাবাকে আলাদা একটি রুমে দরজা বন্ধ করে রাখে। পরে ওই জুম্ম নারীটিকে আরেকটি রুমে নিয়ে গিয়ে পালাক্রমে গণধর্ষণ করে।
দুর্বত্তরা যাওয়ার আগে বাড়ি থেকে নগদ ৮,০০০/- ( আট হাজার) টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। যা প্রায় দেড় লক্ষ টাকার সমান।
ভিক্টিম আরও জানান, ধর্ষণকারী সেটেলারদের কারোর নাম জানা না থাকলেও তাদের সকলের চেহারা পরিচিত । তাদের প্রত্যেকের বাড়ী খাগড়াছড়ি সদরের গঞ্জপাড়ার বাসিন্দা।
এ ঘটনায় ভুক্তভোগী পক্ষে তার মা পুষ্পরানী চাকমা ( ৫০) বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে খাগড়াছড়ি থানায় মামলা করা হয়। ভুক্তভোগী বর্তমানে খাগড়াছড়ি সদর হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন । সেখানে তার মেডিক্যাল টেস্ট হবে।
খাগড়াছড়ি সদর থানার ওসি ( তদন্ত ) মোঃ আবছার বলেন, ভুক্তভোগীর মা ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন। ইতোমধ্যে পুলিশের উচ্চ পর্যায়ের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপরাধীদের ধরতে পুলিশি অভিযান শুরু হয়েছে।