আঞ্চলিক সংবাদ

করোনা সংকটে আদিবাসীদের পৃথক প্রণোদনাসহ ৪ দফা দাবিতে পোরশায় আদিবাসী ছাত্র পরিষদের মানববন্ধন ও সমাবেশ

৯ আগষ্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২০ উপলক্ষে আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষা, শিক্ষক নিয়োগ, সরকারি চাকুরিতে কোটার পূর্ন বাস্তবায়ন এবং করোনা সংকটে আদিবাসীদের জন্য পৃথক প্রণোদনার দাবিতে আদিবাসী ছাত্র পরিষদ পোরশা উপজেলা কমিটি, নওগাঁ গত ১০ আগষ্ট ২০২০, সকাল ১১.০০টায় সরাইগাছী মোড়ে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আদিবাসী ছাত্র পরিষদ পোরশা উপজেলা কমিটির সভাপতি নিরেন পাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, সহ-সাংগঠনিক সম্পাদক দিলীপ পাহান, পোরশা উপজেলা কমিটির সাবেক সভাপতি আইচন পাহান, পোরশা উপজেলা কমিটির সদস্য এমেলিউস কিস্কু, সূচি মিনজ, রিতা পাহান, পৌল কেরকেটা।আর বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ পোরশা উপজেলার সাবেক সভাপতি মহিন্দ্র পাহান, আদিবাসী যুব পরিষদ নওগাঁ জেলার সভাপতি মার্টিন মূরর্মু ।

মানববন্ধনে বক্তারা বলেন, ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালন, আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষা, শিক্ষক নিয়োগ, সরকারি চাকুরিতে কোটার পূর্ন বাস্তবায়ন এবং করোনা সংকটে আদিবাসীদের জন্য পৃথক প্রণোদনা, আদিবাসীদের উচ্ছেদ, দেশত্যাগ সহ সকল প্রকার নির্যাতন বন্ধ করার দাবি জানান।

Back to top button