আন্তর্জাতিক

এবার অস্ট্রেলিয়ান মুদ্রায় থাকবে আদিবাসীদের সংস্কৃতি

ডেস্ক রিপোর্ট (আইপিনিউজ): অস্ট্রেলিয়া সরকার ৫ ডলারের ব্যাংক নোট থেকে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি সরানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশটির সরকার বলছে, নতুন নোটে রানি বা বর্তমানে দায়িত্ব নেয়া রাজার ছবির জায়গায় আদিবাসীদের সংস্কৃতি তুলে ধরা হবে। দ্য গার্ডিয়ান বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তবে, এরইমধ্যে এ ঘটনায় অস্ট্রেলিয়ার বিরোধীদলগুলো প্রতিক্রিয়া জানাচ্ছে।

এদিকে অস্ট্রেলিয়ার রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানায়, ফেডারেল সরকারের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেডারেল সরকার পরিবর্তনের বিষয়টিকে সমর্থন জানিয়েছে। তবে ৫ ডলারের মুদ্রার অপর প্রান্তে থাকা অস্ট্রেলিয়ার সংসদের ছবিটি অপরিবর্তিত থাকবে।

দ্বিতীয় এলিজাবেথ ব্রিটিশ রানি হলেও সাংবিধানিকভাবে তিনি অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন। তার মৃত্যুর পর ব্রিটিশ সিংহাসনে বসেন রাজা তৃতীয় চার্লস। ফলে এখন অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধান হয়েছেন তিনি। তবে রানি মারা যাওয়ার পর অস্ট্রেলিয়ায় ব্রিটিশ রাজা বা রানির ‘সাংবিধানিক রাষ্ট্রপ্রধান’ থাকার বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক হচ্ছে।

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ আরো ১২টি কমনওয়েলথভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানের ভূমিকা পালন করেন ব্রিটিশ রাজা বা রানি। তবে এটি ‘আনুষ্ঠানিক’ পদমাত্র।

তবে, এরইমধ্যে এ ঘটনায় অস্ট্রেলিয়ার বিরোধীদলগুলো প্রতিক্রিয়া জানাচ্ছে।

ব্রিটিশ রানির ছবি সরানোর সিদ্ধান্ত এমন সময় নেওয়া হলো যখন অস্ট্রেলিয়ার মধ্য-ডানপন্থি লেবার সরকার দেশটির আদিবাসীদের স্বীকৃতি নিয়ে গণভোট আয়োজনের চেষ্টা করছে। এটি করতে হলে দেশটির সংবিধানে পরিবর্তন আনতে হবে।

এদিকে ২০২১ সালে অস্ট্রেলিয়া নিজেদের জাতীয় সংগীতেও পরিবর্তন আনে। সেসময় জাতীয় সংগীত থেকে ‘ইয়ং অ্যান্ড ফ্রি’ কথাটি বাদ দেওয়া হয়।

Back to top button