তথ্য প্রযুক্তি

এপ্রিলের পর যে ফোনে চলবে না ফেসবুক-ইনস্টাগ্রাম-মেসেঞ্জার

কিছু মোবাইল ফোনে এপ্রিলের পর আর ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের মতো সোশ্যাল সাইট কাজ করবে না বলে সম্প্রতি জানিয়েছে মাইক্রোসফট।

মাইক্রোসফট বলছে, উইন্ডোজ ফোনের জন্য ফেসবুক সাপোর্ট বন্ধ করা হচ্ছে। তবে কয়েকটি থার্ড পার্টি অ্যাপ বা ওয়েবের সাহায্যে ফেসবুক চালানো যাবে। একই ঘটনা ঘটবে ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের ক্ষেত্রেও।

এরই মধ্যে উইন্ডোজ ফোন তৈরি বন্ধ করেছে মাইক্রোসফট। আসছে ডিসেম্বর থেকে উইন্ডোজ ফোনের জন্য কোনো নিরাপত্তা আপডেট দেবে না এই প্রতিষ্ঠানটি।

স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে যে, শুধু ফেসবুক নয়! উইন্ডোজ ফোনে ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার ৩০ এপ্রিলের পর বন্ধ হয়ে যাবে।

Back to top button