আদিবাসী ছাত্র ও যুব পরিষদ নওগাঁ জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত
সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী: গতকাল ১২ নভেম্বর ২০২২ শনিবার দুপুরে নওগাঁ শহরের প্যারিমোহন সাধারণ গ্রন্থাগারে আদিবাসী যুব পরিষদ ও আদিবাসী ছাত্র পরিষদ নওগাঁ জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরুতেই আদিবাসী ছাত্র ও যুবদের নিয়ে একটি মিছিল নওগাঁ শহরের প্যারিমোহন সাধারণ গ্রন্থাগার থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাধারণ গ্রন্থাগারে এসে শেষ হয়। মিছিলে প্রায় দুই শতাধিক আদিবাসী ছাত্র ও যুব নওগাঁ জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
আদিবাসী ছাত্র ও যুব পরিষদ নওগাঁ জেলা কমিটির সম্মেলনে আদিবাসী যুব পরিষদ নওগাঁ জেলা কমিটির সভাপতি মার্টিন মূর্মূর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির মুখপাত্র ও দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান, সদস্য বিভূতী ভূষণ মাহাতো, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, সাধারণ সম্পাদক তরুন মুন্ডা প্রমূখ্য। আলোচনা সভা পরিচালনা করেন আদিবাসী ছাত্র পরিষদ নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক নিরঞ্জন পাহান।
আলোচনা সভা শেষে সম্মেলনে সর্বসম্মতিক্রমে সুজিত পাহান সভাপতি, হরেন উরাঁও সাধারণ সম্পাদক ও নিবাস উরাঁওকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট আদিবাসী যুব পরিষদ নওগাঁ জেলা কমিটি এবং মিঠুন চন্দ্র পাহান সভাপতি, চঞ্চল পাহান সাধারণ সম্পাদক ও তপন পাহানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট আদিবাসী ছাত্র পরিষদ নওগাঁ জেলার নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়।