আজ থেকে শুরু হচ্ছে ঢাকা ওয়ানগালাঃ আগামীকাল মূল উৎসব
এ উপলক্ষ্যে আজ থাকছে মঙ্গল শোভা যাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অন্যদিকে আগামীকাল হবে মূল অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে থাকছে ওয়ানগালার বর্ণাঢ্য র্যালী, ধন্যবাদ প্রার্থনা, থক্কা ও শস্য উৎসর্গ উৎসব, বিতর্ক প্রতিযোগীতা, ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, নকমা অভিষেক ও র্যাফেল ড্র। এবারের উৎসবের নকমা হলেন বাংলাদেশ আদিবাসী ফোরামের ভূমি ও আইন বিষয়ক সম্পাদক উজ্জ্বল আজিম। মান্দি শব্দ ‘নকমা’ অর্থ হল অনুষ্ঠানের প্রধান ব্যক্তি।
নকমা উজ্জল আজিম আইপিনিউজকে বলেন, ঐতিহ্যগতভাবে গারো আদিবাসীরা এই উৎসব উৎযাপন করে আসছে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আমাদের এই উৎসবে অংশ নেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি।
মূলত প্রতি বছর শেষ কার্তিকে নতুন ফসল ঘরে তুলতে নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে দেবতা মিসি সালজংকে উৎসর্গ করে পালিত হয় গারো আদিবাসীদের ওয়ানগালা উৎসব । এই উৎসবের মাধ্যমে নতুন ফসলের জন্য দেবতা মিসি সালজংকে আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান গারো আদিবাসীরা। ঢাকা শহরেও বহু বছর ধরে গারো আদিবাসীরা নানা জায়গায় এই উৎসব উৎযাপন করে আসছে।