অন্যান্য

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মিরপুরের বস্তি পরিদর্শনে বাম গণতান্ত্রিক জোটের নেতৃবন্দ

১৭ আগস্ট ২০১৯, শনিবার বিকাল ৫টায় বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ অগ্নিকান্ডে ভস্মীভূত রাজধানীর মিরপুরের চলন্তিকা, ঝিলপাড় ও আমারবাগ বস্তি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, অগ্নিকান্ডের কারণে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে সরকারকেই। সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে অগ্নিকানের কারণ খুঁজে বের করতে হবে। অতীতে বহুবার বিভিন্ন বস্তিত অগ্নিকান্ডের পরে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের পরিবর্তে বস্তি এলাকা থেকে উচ্ছেদ করা হয়েছে। এই অগ্নিকান্ডের ঘটনাসমূহ বস্তিবাসীদের উচ্ছেদ করার উদ্দেশ্যেই সংগঠিত কি না সেই সন্দেহ উড়িয়ে দেয়া যাচ্ছে না। নেতৃবৃন্দ অবিলম্বে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা এবং অগ্নিকান্ডের কারণ নির্ণয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানান।

অগ্নিকান্ডে ভস্মীভূত বস্তি পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বাম গণতান্ত্রিক জোটের নেতা আব্দুস সাত্তার, রুহিন হোসেন প্রিন্স, খালেকুজ্জামান লিপন,, সীমা দত্ত, ডা.সাজেদুল হক রুবেল. ডা.মুজিবুল হক ,রফিকুল ইসলাম, রিয়াজউদ্দিন,মামুন কবির প্রমুখ

Back to top button