অন্যান্য

আশুলিয়ায় আদিবাসী নারী অপহরণ : উদ্ধার ও শান্তি পরিবহনের স্টাফ সহ ৩ জন গ্রেফতার

২৬ সেপ্টেম্বর, আশুলিয়াঃ ২৬ সেপ্টেম্বর সাভার আশুলিয়ায় ডাকাতি মামলায় শান্তি পরিবহনের ২জন স্টাফ সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৫ সেপ্টেম্বর রাত ৯টায় শান্তি পরিবহনের একটি নৈশ বাস সাভার আশুলিয়া থেকে খাগড়াছড়ি যাচ্ছিল। যাত্রার কিছুক্ষণ পর নবীনগর গলফ ক্লাবের নিকট্‌ একদল সন্ত্রাসী বাসটির গতিরোধ করে। তারপর বাস থেকে ৪ আদিবাসী নারী সহ ৫জন নারীকে জোরপূর্বক নামিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় জনগণ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় অপহৃত নারীদের কবিরপুর ও জিরানী এলাকা থেকে উদ্ধার করে।

ছবিঃ সাভার নিউজ
ছবিঃ সাভার নিউজ
অপহৃত নারীদের উদ্ধারের পর আশুলিয়া থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। মামলার ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশ শান্তি পরিবহনের সুপার ভাইজার ও একই পরিবহনের আশুলিয়া কাউন্টারের এক কর্মচারীসহ ৩ জনকে গ্রেফতার করে। ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল ও শান্তি পরিবহনের নৈশ বাসটিকে আশুলিয়া থানা কর্তৃপক্ষ জব্দ করেছে।

Back to top button