সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহত ও আহতদের সর্বোচ্চ ক্ষতিপূরণ, সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানিয়েছে ওয়ার্কার্স পার্টি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ ও সাধারণ সম্পাদক শরীফ চৌহান চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন ।
বিবৃতিতে নেতৃবৃন্দ নিহত ও আহতদের সর্বোচ্চ ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। একই সাথে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান।
নেতৃবৃন্দ ঘটনার পরপর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাৎক্ষণিকভাবে এগিয়ে এসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে নানাভাবে সহযোগিতা করায় নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। পার্টির জেলা কমিটির সকল স্তরের নেতাকর্মীদের আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সহযোগিতা অব্যাহত রাখার এবং সমাজের বিত্তবানদের এগিয়ে এসে অসহায় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান, নেতৃবৃন্দ।