আঞ্চলিক সংবাদ

সাহেবগঞ্জে সাওতাল পল্লীতে হামলার ঘটনায় ইউপি সদস্য গ্রেফতার

সাহেবগঞ্জের সাওতাল পল্লীতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ইউনিয়ন পরিষদের সদস্য শাহ আলমকে পুলিশ ইনভেস্টিগেশন অব বুর্যোম (পিবিআই) গ্রেফতার করেছে। শাহ আলমের অনুসারীরা তাকে ছিনিয়ে নিতে চাইলে পুলিশের ৪ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে। পরে পুলিশ গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

গতকাল রাত ১০ টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ইনভেস্টিগেশন অব বুর্যো (পিবিআই) গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বিষয়টী নিশ্চিত করে জানান, সাওতাল পল্লীতে হামলার ঘটনায় তদন্তপ্রাপ্ত আসামী হিসেবে শাহ আলম জড়িত। এছাড়া শাহ আলমের একজন স্ত্রী জ্বীনের বাদশার সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে। গোপন খবরের ভিত্তিতে তল্লাশী চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Back to top button