অন্যান্য

সদ্য প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রীকে নিয়ে কটুক্তিঃ চাকুরিচ্যুত হলেন কটুক্তিকারী

সদ্য প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনকে নিয়ে কটুক্তি করায় চাকুরিচ্যুত হলেন ঢাকা ক্রেডিটের একজন সিকিউরিটি গার্ড।
১৭ই মে আনুমানিক সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) এর ঢাকা মহানগর শাখার সভাপতি মিঃ অলীক মৃ সাংগঠনিক জরুরী মিটিংয়ের কারণে দ্রুত ফার্মগেইট টিএন্ডটি মাঠে যাচ্ছিলেন। সে সময় পিছন থেকে ঢাকা ক্রেডিটের একজন সিকিউরিটি গার্ড সদ্য প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনকে নিয়ে কুটুক্তি করেন। এ নিয়ে বাগাছাসের সভাপতির সাথে সিকিউরিটি গার্ডটি এক পর্যায়ে বাকবিতান্তে জড়িয়ে পড়েন।
পরবর্তিতে বাগাছাস ঢাকা মহানগর শাখার নেতৃবৃন্দ, কেন্দ্রীয় সংসদের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দসহ শতাধিক লোকজন আসার পর ঢাকা ক্রেডিটের সামনে উত্তেজনা বিরাজ করে।
পরে এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুস গমেজ জরুরী মিটিং এর আয়োজন করেন। মিটিং এ বাগাছাসের সাবেক নেতৃবৃন্দ, কেন্দ্রীয় সংসদ ঢাকা মহানগর শাখার নেতৃবৃন্দের সাথে ঢাকা ক্রেডিট এর প্রেসিডেন্ট বাবু মার্কুস গমেজ সহ কমিটির নেতৃবৃন্দ খ্রিস্টান এসোসিয়েশনের মহাসচিব নির্মল রোজারিও উপস্থিত ছিলেন। মিটিং এ কটুক্তিকারী সিকিউরিটি গার্ডকে চাকুরিচুত্য করার সিদ্ধান্ত নেওয়া হয়। মিটিং এ ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে প্রেসিডেন্ট বাবু মার্কুস গমেজ দুঃখ প্রকাশ করেন।

Back to top button