অন্যান্য
শিশু আলপনা হাঁসদার এক চোখের অপারেশন সম্পন্ন
নওগাঁ জেলার পোরসা থানার দোয়াসদিঘি গ্রামের দুই বছরের শিশু আলপনা হাঁসদার এক চোখের অপারেশন সম্পন্ন হয়েছে।
নওগাঁ জেলার সাপাহার উপজেলার দোয়াসদিঘি গ্রামের আদিবাসী দম্পত্তি মরিয়ম মুর্মু ও ব্যাটকা হাঁসদার ছোট মেয়ে আলপনা হাঁসদা(২) এর ছানি জনিত কারনে অন্ধত্ব চিকিৎসার খরচ জোগাতে না পারার কারণে অপারেশন আটকে ছিল। দেশের বিভিন্ন স্তরের মানুষের সহায়তায় আজ(২৪ এপ্রিল ২০১৭) ইসলামিয়া চক্ষু হাসপাতাল(ঢাকা, ফার্মগেট)-এ একটি চোখের সফল অপারেশন সম্পন্ন হয়েছে। অপর একটি চোখের অপারেশন এক সপ্তাহ পরে।