জাতীয়
রাজধানীর নীলক্ষেতে ৭টি কলেজের শিক্ষার্থীদের সমাবেশ
অনার্স দ্বিতীয় ও চতুর্থ বর্ষের ফল প্রকাশসহ পাঁচ দফা দাবিতে রবিবার (৮ অক্টোবর) রাজধানীর নীলক্ষেত মোড়ে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থী। ফলে ওই এলাকায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে।
এর আগে গত ৫ অক্টোবর জাতীয় জাদুঘরের সামনে থেকে এই সমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, এক হাজার ২০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার, অনার্স চতুর্থ এবং দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ ও সাত কলেজের জন্য স্বতন্ত্র ওয়েবসাইট খুলতে হবে। সমাবেশ শেষে তারা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেবে বলেও জানিয়েছেন।